Refund Policy
গ্রাহকের সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার
আমাদের রিফান্ড নীতি
এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি সবসময় গ্রাহকের সন্তুষ্টিকে গুরুত্ব দেয়। আমাদের কাছ থেকে কেনাকাটার ক্ষেত্রে কোন পরিস্থিতিতে রিফান্ড প্রযোজ্য হবে তা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হলো।
রিফান্ড গ্রহণযোগ্য ক্ষেত্রে
- ভুল পণ্য সরবরাহ করা হলে
- ক্ষতিগ্রস্ত বা নষ্ট পণ্য পাওয়া গেলে
- মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করা হলে
- ডেলিভারির ৩ দিনের মধ্যে অভিযোগ জানালে
যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
- ব্যবহৃত পণ্য
- রোপণের পর বীজ বা চারা
- গ্রাহকের অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত পণ্য
- নির্ধারিত সময় অতিক্রম করার পর অনুরোধ
রিফান্ড প্রক্রিয়া
রিফান্ড অনুরোধ যাচাইয়ের পর পণ্য গ্রহণযোগ্য হলে ৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।
- বিকাশ / নগদ / রকেট
- ব্যাংক ট্রান্সফার
- স্টোর ক্রেডিট
শিপিং খরচ সংক্রান্ত তথ্য
পণ্যে ত্রুটি থাকলে রিটার্ন শিপিং খরচ আমরা বহন করবো। অন্য ক্ষেত্রে শিপিং খরচ গ্রাহককে বহন করতে হবে।
যোগাযোগ করুন
রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য